অনলাইন ডেস্ক :
শুরু থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী-২’ সিনেমাটি। মুক্তির ১১ দিনে এটি অনন্য ইতিহাস সৃষ্টি করেছে। ৫০ কোটি রুপিতে নির্মিত সিনেমাটি এরই মধ্যে ৫৬০ কোটির ক্লাব অতিক্রম করেছে (বাংলাদেশি মুদ্রায় ৭৯২ কোটি টাকারও বেশি)। বিশ্বেজুড়ে এত কম সময়ের মধ্যে হিন্দি সিনেমার এমন সাফল্য সত্যিই অভাবনীয়।
গত ১৫ আগস্ট মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী-২’ ভারতেই আয় করেছে ৪২৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬৮৭ কোটি টাকারও বেশি)। সিনেমার প্রযোজনা সংস্থা ম্যাডকস ফিল্মসের পক্ষ থেকে প্রকাশিত বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিশ্বেজুড়ে ৫৬৫ কোটি রুপির ব্যবসা করেছে সিনেমাটি। এটি হিন্দি সিনেমার আলোকে রেকর্ড পরিমাণ ব্যবসা।
‘স্ত্রী-২’ সিনেমার আয়ের এ রেকর্ড স্পর্শ করতে শাহরুখ খানের ‘জওয়ান’র যেখানে ১০ দিন, ‘পাঠান’র ১১ দিন লেগেছিল। অন্যদিকে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’রও লেগেছিল ১০ দিন, সানি দেওলের ‘গদর’ ১১ দিনে এ পরিমাণ ব্যবসা করতে পেরেছিল।
ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস ১৫ আগস্ট উপলক্ষে ‘স্ত্রী-২’ সিনেমাটি মুক্তি দেওয়া হয়। ‘স্ত্রী-২’ যখন মুক্তি দেওয়া হয়েছে, তখন ভারতজুড়ে নারীদের স্বাধীনতা নিয়ে আন্দোলন শুরু হয়। কলকাতার আরজিকর-কাণ্ডের পর গর্জে ওঠে পুরো ভারত। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদের মুখে মুখে নারী স্বাধীনতা নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠে। ঠিক এমন সময়ে মুক্তি পায় ‘স্ত্রী-২’। বলা চলে কাকতালীয়ভাবে এ সিনেমার গল্পের সঙ্গে কলকাতার সাম্প্রতিক ঘটনা যেন মিলে গেছে।
অমর কৌশিক নির্মিত ‘স্ত্রী-২’ এ সিনেমায় অভিনয়ের জন্য পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায়রাসহ সব কলাকুশলীরা প্রশংসিত হচ্ছেন। সিনেমা বিশেষজ্ঞরা বলছেন, ‘এর গল্প মানুষের জীবনকে পুরোপুরি ছুঁতে পেরেছে। তাই দর্শকরা তাদের নিজের আশপাশের ঘটনা মনে করে প্রেক্ষাগৃহে ছুটে গেছেন। ফলে এটি অল্প সময়ের মধ্যে আলোচনায় এসেছে এবং বিপুল পরিমাণ অর্থ আয় করতে সক্ষম হয়েছে।’