মোঃ মেহেদী হাসান | চট্টগ্রাম প্রতিনিধি |
চট্টগ্রামের মিরসরাইয়ের ১৬ ইউনিয়ন পরিষদের (ইউপি) ১৩টিতে বিনা প্রতিদন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা। আগামী ১১ নভেম্বর এই উপজেলায় নির্বাচন হওয়ার কথা রয়েছে।
চট্টগ্রামের মিরসরাই উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১৬ ইউনিয়নের মধ্যে ৯ ইউপিতে শুধু আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর কোন প্রার্থী না থাকায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।
জোরারগঞ্চ ইউপিতে স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এ ছাড়া হিঙ্গুলী, দূর্গাপুর, ওয়াহেদপুর ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করায় ১৩টি ইউনিয়নে নৌকার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
৯টি ইউনিয়নের একক প্রার্থীরা হলেন করেরহাট ইউপিতে মো. এনায়েত হোসেন নয়ন, ধুমে এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া, ওসমানপুরে মফিজুল হক, ইছাখালীতে মো. মোস্তফা, কাটাছরায় বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, মঘাদিয়ায় জাহাঙ্গীর হোসাইন, মায়ানীতে কবির আহমদ নিজামী, হাইতকান্দিতে জাহাঙ্গীর কবির চৌধুরীএবং সাহেরখালীতে কামরুল হায়দার চৌধুরী।
হিঙ্গুলী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ভূঁইয়া প্রার্থিতা প্রত্যাহার করায় নৌকার একক প্রার্থী সোনা মিয়া বিনা প্রতিদ্বন্দিতা নির্বাচিত হতে যাচ্ছেন। জোরারগঞ্জে যাচাই-বাছাইয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. নিজাম উদ্দিনের মনোনয়নপত্র বাতিল হয়ে গেলে নৌকার একক প্রার্থী রেজাউল করিম বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। দুর্গাপুরে স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী রাজিব প্রার্থিতা প্রত্যাহার করায় বিনা প্রতিদবন্ৰিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু সুফিয়ান। ওয়াহেদপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলা উদ্দিন প্রার্থিতা প্রত্যাহার করায় ফজলুল কবির ফিরোজ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
১৬টি ইউনিয়নের মধ্যে তিনটিতে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মিরসরাই সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সামসুল আলম দিদারের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. সাইফুল্লাহ দিদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল বাশার ফারুক ও মো. আজম।
মিঠানালায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম এ কাশেম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নুর হোসেন, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান এস এম আবু তাহের ভূইয়া। খৈইয়াছড়া আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহফুজুল হক জুনু, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নুরুন নবী, স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী।
মিরসরাই উপজেলা, নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন বলেন, গত বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ১৬ ইউপিতে একজন চেয়ারম্যান প্রার্থী, একজন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ও চারজন ইউপি সদস্য প্রার্থী বাদ পড়েছেন। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত সর্বশেষ ১৩টি ইউনিয়নে বিনা প্রতিদ্বদ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। বাকি তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।