মা হতে চলেছেন লাবনী সরকার

মা হতে চলেছেন লাবনী সরকার

অনলাইন ডেস্ক :

অভিনয় জগত থেকে নিজেকে এবার কিছুটা দূরে সরিয়ে নিজের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী লাবনী সরকার। অসংখ্য সিনেমা, একাধিক সিরিয়ালে কাজ করেছে বহু সময় ধরে।

আপাতত অভিনয় জগত থেকে রয়েছেন অনেকটাই দূরে, খুব কম কাজ করছেন তিনি। কারণ তিনি একাধিক বাচ্চার মা হতে চলেছেন। নিশ্চয়ই অবাক হলেন? আসলে অভিনেত্রী লাবনী সরকার রিমোট পেরেন্টিংয়ের মাধ্যমে একাধিক বাচ্চার দায়িত্ব নিচ্ছেন। আর তার জন্যই অভিনয়কে দূরে ঠেলে দিয়েছেন। এমনকি সেই দায়িত্বের জন্য তাকে যদি অভিনয় ছাড়তেও হয় তিনি রাজী।

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন। “আমি কোন এনজিও তৈরি করতে চাইছি না। এটা আমার টাকা উপার্জনের জায়গাও নয়। মানুষ হিসেবে নিজেকে আরও উন্নত করতে চাইছি। বহু বছর ধরেই এই ভাবনা আমার মধ্যে ছিল, অবশেষে শুরু করতে পারলাম। সুন্দরবনের একটি প্রান্তিক স্কুলের সঙ্গে যুক্ত হয়েছি, একটি বাচ্চার দায়িত্ব নিয়েছি এরপর আরও অনেক বাচ্চার দায়িত্ব নেব। এবার সেখানে গিয়ে অনেকটাই সময় কাটাচ্ছি, ওদের সঙ্গে থাকছি। কারণ এটা টাকা ছুঁড়ে দেওয়ার জায়গা নয়, ওদের মতো করে জীবনযাপন করতে হবে। সেখানে আমি অভিনেত্রী লাবনী সরকার নই, তাদের কাছের একজন মানুষ।

বাস্তবে মা হওয়ার অনুভূতি আলাদা। সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এই অনুভূতি ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না। ওদের স্পর্শ, ওদের হাসি মুখগুলো জীবনে যে কী শান্তি এনে দিতে পারে তা বলে বোঝানো যাবে না। আমি ভালবাসি বলে হয়তো আমার জন্য একটা ফুল এনে দিল, বা নিমপাতা খেতে ভালবাসি বলে সেটাই এনে দিল, এর চেয়ে বড় আরাম ও শান্তি আর কিছুই নেই।’

তথ্যসূত্র : প্রেসকার্ড নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *