
অনলাইন ডেস্ক :
দেশের গুণী চলচ্চিত্র নির্মাতা শাহীন সুমন। গত বছর ‘মাফিয়া’ নামে ওয়েব সিরিজ নির্মাণের কাজ শুরু করেন। এবার ‘মাফিয়া’ দলে যোগ দিলেন অভিনেতা মিশা সওদাগর, ইমন, মাহিয়া মাহি ও আঁচল আঁখি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান সহকারী পরিচালক রাইসুল রনি। গতকাল ২২ আগস্ট রাজধানীর উত্তরায় ‘মাফিয়া’র দৃশ্যধারণ হয়। বিগ বাজেটের ১৫০ পর্বের এই ওয়েব সিরিজ আন্ডারওয়ার্ল্ড ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হচ্ছে। এতে অভিনয় করছেন— জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রাহা তানহা খান, অর্ষা, মৌ খান প্রমুখ। এতে জাহিদ হাসানকে ননী ভাই নামে এক ক্ষমতাসীন ব্যক্তি চরিত্রে দেখা যাবে।