
ক্রিকেট ডেস্ক :
চার ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১৯ রানে হারে আগে থেকেই সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ। আফগান যুবাদের দেয়া ২১০ রানের বিপক্ষে ব্যাট করতে নেমে ১৯১ রানেই সবগুলো উইকেট হারায় টাইগার যুবারা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ শুক্রবার টসে জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২১০ রান সংগ্রহ করে আফগানিস্তানের যুবারা। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে আগে থেকেই সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ। ৫২ রান করে ভাঙে ওপেনিং জুটি। ১৮ রানে ইফতিখার ফেরার পর ২৬ রান করে ফেরেন মফিজুলও। ওয়ান রাউন্ডে নেমে ২৩ রান করে সাঝঘরে ফিরেন খালিদ হাসান। তারপর ব্যাটিং বিপর্যয়ে একে একে পড়তে থাকে টাইগার যুবাদের উইকেট। ষষ্ঠ উইকেটে নামা তাহজিবুল থিতু হয়ে অর্ধশতক করলেও শেষ পর্যন্ত অপর প্রান্তে থাকা মুশফিক হাসানকে বিতর্কিত মানকাড আউট করে বাংলাদেশের হোয়াইটওয়াশের স্বপ্ন ভঙ্গ করেন আফগান অধিনায়ক নাঙ্গোলিয়া খারোট।