মহাকাশে ‘বন্দি’ দুই মার্কিন নভোচারী

মহাকাশে ‘বন্দি’ দুই মার্কিন নভোচারী

অনলাইন ডেস্ক :

মিশন শুরুর ৮ দিন পরই তাদের পৃথিবীতে ফেরার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে পৃথিবীতে ফিরতে পারেননি তারা। এই দুই নভোচারী হলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও তার সহযাত্রী বুচ উইলমোর। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে, এখনই ঘরে ফেরা হচ্ছে না তাদের।

প্রাথমিকভাবে মিশন আট দিন স্থায়ী হওয়ার কথা থাকলেও প্রযুক্তিগত সমস্যার কারণে মহাকাশে সুনীতা উইলিয়ামস ও উইলমোরের অবস্থানের মেয়াদ তিন সপ্তাহেরও বেশি বাড়ানো হয়েছে।

নাসা জানিয়েছে, সুনীতা ও বুচ উইলমার পৃথিবীতে কবে ফিরবেন, তা এখনই বলতে পারছে না তারা। হতে পারে ৪৫ দিন পর ফিরলেন। আবার এমনও হতে পারে ৯০ দিন পরও ফিরতে পারলেন না। নাসা আরও জানিয়েছে, আপাতত সুনীতাদের ঘরে ফেরার কথা ভাবছে না তারা। সূত্র: এমএসএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *