অনলাইন ডেস্ক :
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম দিন দিন নিম্নমুখীর দিকে যাচ্ছে। গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ৮ মাসের মাধ্যে সবচেয়ে নিচে প্রায় ৫ শতাংশ কমেছে সব ধরনের অপরিশোধিত তেলের কমেছে। ওইদিন এক সময়ের ক্রুডের (অপরিশোধিত) তেলের দাম কমে দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৫০ ডলারে। ডব্লিউটিআই ৭৮ দশমিক ৯১ ডলার। গতকাল শনিবার (২৫ সেপ্টেম্বর) এই প্রতিবেদন লেখার সময় ডব্লিউটিআইয়ের(অপরিশোধিত) দাম আরও কমে দাঁড়ায় ৭৮ দশমিক ৭৪ ডলার এবং ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়ায় ৮৬ দশমিক ১৫ ডলার। শুধু তেলের দামই নয়, বিশ্ববাজারে গ্যাসোলিনের দাম গত বুধবারের আগপর্যন্ত টানা ৯৮ দিন কমেছে। যুক্তরাষ্ট্রের বাজারে গ্যালনপ্রতি গ্যাসোলিনের দাম ৩ দশমিক ৬৯ ডলারে নেমে আসে গত শুক্রবার, ১৪ জুন যা ছিল ৫ দশমিক শূন্য ২ ডলার। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভসহ বিভিন্ন দেশের শীর্ষ ব্যাংক মূল্যবৃদ্ধি রুখতে নীতি সুদহার বৃদ্ধি করে চলেছে। সেই সঙ্গে বাড়ছে মন্দার আশঙ্কা। ঠিক এমন সময় ক্রমেই শক্তিশালী হচ্ছে মার্কিন ডলার। চলতি বছর ডলারের বিনিময় মূল্য ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই দুইয়ের জেরেই পতন ঘটেছে অপরিশোধিত তেলের দরের।