অনলাইন ডেস্ক :
ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি ভারতের দক্ষিণবঙ্গের জেলায়-জেলায়। এবছর নির্দিষ্ট সময়ের আগেই দেশে ঢুকেছে বর্ষা। রাজ্যজুড়ে বর্ষার বৃষ্টি শুরু কবে থেকে? তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।
উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলছে। তবে দক্ষিণবঙ্গে উল্টো ছবি। আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েই চলেছে। ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি জেলায়-জেলায়। এবছর নির্দিষ্ট সময়ের আগেই ঢুকেছে বর্ষা। রাজ্যজুড়ে বর্ষার বৃষ্টি শুরু কবে থেকে? তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।
সোমবার দিনভর এমনই অস্বস্তিকর পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। তবে বিকেলের পর থেকে পরিস্থিতির বদল হতে পারে এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সঙ্গেই ঝোড়ো হাওয়া বইতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহে বর্ষা ঢোকার পরিস্থিতি নেই দক্ষিণবঙ্গে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশ ঘটতে পারে। তবে এ সপ্তাহের বাকি দিনগুলিতে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কোনও কোনও জেলায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একাধিক জেলায়।
শহর কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েই চলেছে। সকাল থেকে আংশিক মেঘলা আকাশ তিলোত্তমা মহানগরীতে। বেলা যত বাড়বে ততই অস্বস্তিও বাড়বে। তবে সোমবার বিকেলের দিকে কলকাতা শহরেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
সুত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।