কিশোরগঞ্জ ভৈরব অনলাইন ডেস্ক :
প্রতিবার ন্যায় এবারও জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কিশোগঞ্জের ‘ভৈরব সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদ’ এর ঈদ পুনর্মিলনী ২০২৪।
ঈদুল ফিতরের পরদিন স্থানীয় পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী ২০২৪। সংগঠনের সাধারণ সম্পাদক ও উপ পরিচালক (রাউজক) সফিউল্লাহ তপনের সার্বিক তত্ত্বাবধানে এবং সহ-সভাপতি মাহিনুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি ও সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সংগঠন উপদেষ্টা ডাঃ মমতাজুর রহমান মুক্তা, অতিরিক্ত সচিব (অবঃ) মোঃ আলীম উদ্দিন , মেজর (অবঃ) সাখাওয়াত হোসেন খান, সিনিয়র জেলা জজ মোঃ হেলাল উদ্দিন, অধ্যাপক ডাঃ মোখলেছুর রহমান, অতিরিক্ত কমিশনার (কর) মোঃ মাসুদ রানা সহ বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর এবং বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও অতিরিক্ত মহাপরিচালক (অবঃ) মোঃ গোলাম মোস্তফা।
সভাপতির সমাপনী বক্তব্য শেষে ঐতিহ্যবাহী চট্রগ্রামের মেজবান খাবারে মধ্যভোজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।