ভৈরব রেলওয়ে সেতুতে উঠে বসলো কোরবানির গরু! দাঁড়িয়ে গেল ট্রেন। অতঃপর… 

ভৈরব রেলওয়ে সেতুতে উঠে বসলো কোরবানির গরু! দাঁড়িয়ে গেল ট্রেন। অতঃপর… 

সোহানুর রহমান সোহান | কিশোরগঞ্জ ভৈরব অনলাইন ডেস্ক |

কিশোরগঞ্জের বন্দর নগরী ভৈরবে মেঘনা নগরী সুবেদার শহীদ আব্দুল হালিম সেতুর উপরে উঠে পড়ে কোরবানির পশুর হাটের একটি গরু দাড়িঁয়ে গেল ট্রেন ! অতঃপর  অল্পের জন্য সবচেয়ে বড় দুঘর্টনা থেকে প্রাণো রক্ষা পেল। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি। প্রায় আধাঘন্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। বুধবার (১২ জুন) বেলা সকা়ল ৯ টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে তাৎক্ষনাৎ রেলওয়ে সেতুর গার্ডার থেকে সরিয়ে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এসময় প্রত্যক্ষ্যদর্শীরা জানান, ঢাকা চট্টগ্রাম ডাউন লাইনের পাশে বৈশাখী মেলার মাঠে কোরবানির পশুর হাট বসেছে। সেখান থেকে একটি গরুর ছুটে এসে মেঘনা নদীর উপর নির্মিত আব্দুল হালিম সেতুতে উঠে দাড়িঁয়ে থাকে। এ সময় তাৎক্ষণাত কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সামনে দেখতে পেল দ্রুত হার্ডব্রেক করে ট্রেন থামিয়ে দেন। গরুটি বেঁচে যায়। সেই সাথে বড় ধরনের দুঘর্টনার হাত থেকে রক্ষা পেল ট্রেনটি। পরে স্থানীয় এলাকাবাসী দৌড়ে গিয়ে গরুটিকে সেতুর গাডার থেকে সরিয়ে রেলিং এর পাশে নিয়ে যায়। এরপর প্রায় আধাঘন্টা পর ট্রেনটি সেতুটি অতিক্রম করে যায়। তারপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এই ব্যাপারে ভৈরব রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার সাধন চন্দ্র বর্মণ বিজয় টিভির ভৈরব প্রতিনিধিকে সকাল ৮টা ৩০ মিনিটে ভৈরব রেলওয়ে স্টেশন ত্যাগ করে। কিন্তু রেলওয়ে সেতুতে গরুটি উঠে বসে পড়ায় ট্রেনটি দ্রুত থামানো হয়। পরে আধ ঘন্টা পর গরুটিকে সরানো হলে ট্রেনটি সেতু অতিক্রম করে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *