ভৈরবে স্ত্রীর পর্নোগ্রাফি মামলায় স্বামী গ্রেপ্তার

ভৈরবে স্ত্রীর পর্নোগ্রাফি মামলায় স্বামী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :

কিশোরগঞ্জের ভৈরবে স্ত্রীর নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্ত্রীর করা পর্নোগ্রাফি মামলায় স্বামী মোজাহিদ হাসানকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে পৌর শহরের নদীবাংলা সেন্টার পয়েন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার মোজাহিদ হাসান শহরের কালিপুর মধ্যপাড়া এলাকার শেখ ইসহাক মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছর ৮ মে পৌর শহরের জগন্নাথপুর উত্তরপাড়া এলাকার ভুক্তভোগী ওই নারীর সঙ্গে পারিবারিকভাবে দ্বিতীয় বিবাহবন্ধনে আবদ্ধ হন মোজাহিদ। বিয়ের কিছুদিন না যেতেই ব্যবসার নাম করে তিনি টাকার জন্য স্ত্রীকে চাপ দেন। মেয়ের সুখের কথা ভেবে মোজাহিদকে ১০ লাখ টাকা দেয় শ্বশুরবাড়ি থেকে। কিছুদিন পর আবারও টাকার জন্য চাপ দেয় মোজাহিদ। এতে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। টাকা না দিলে নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেন মোজাহিদ। দীর্ঘদিন কলহের জেরে একপর্যায়ে স্বামী-স্ত্রী দুজনই আলাদা যার যার বাড়িতে থাকতে শুরু করেন। হঠাৎ একদিন মোজাহিদের স্ত্রী তার নগ্ন ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়ার বিষয়টি লোকমুখে শুনতে পান। পরে গত ২৮ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন মোজাহিদের স্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *