অনলাইন ডেস্ক :
গত ৪ এপ্রিল ২০২২ বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলার বন্দরনগরী ভৈরবের চন্ডিবের মোল্লাবাড়িতে অত্যন্ত আনন্দঘন পরিবেশে রোকেয়া হাসিম স্মৃতি পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়। পাঠাগারটির ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভৈরবের কৃতি সন্তান ময়মনসিংহ জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন।
পাঠাগারটির প্রতিষ্ঠাতা বিশিষ্ট লেখক রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত কলেজ শিক্ষক রফিকুল ইসলাম মহিলা কলেজের সহকারি অধ্যাপক মোঃ শহীদুল্লাহ্’র সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আমেরিকান প্রবাসী জনপ্রিয় কণ্ঠশিল্পী বীরমুক্তিযোদ্ধা মোঃ খসরু মোল্লা, অধ্যক্ষ আহমেদ আলী, ভৈরব সমিতির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন মোল্লা, দৈনিক ইত্তেফাক ও এটিএন বাংলার ভৈরব প্রতিনিধি তুহিনুর রহমান তুহিন মোল্লা, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক ও ভৈরব নিউজ ক্লাবের সভাপতি মোঃ আলাল উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ ইমরান শিপন, লেখক শহীদুল্লাহ্ এর বড় ভাই মোঃ হানিফ মোল্লা, নিরাপদ সড়ক চাই নিসচার সহ সভাপতি মোঃ জসীম উদ্দিন রবিন, কাকলি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম রিপন, রফিকুল ইসলাম মহিলা কলেজের সহকারি অধ্যাপক মোঃ জিয়ারত আলী মৃধা, সমাজ সেবক মোঃ মাহিন সিদ্দিকী ও ব্যাংকার পাভেল মোল্লা।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মডেল অভিনেতা সাইদুর রহমান বাবলু। এছাড়াও অনুষ্ঠানে ভৈরবের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে পাঠাগারটিতে সকল শ্রেনীর বই প্রেমিকদের জন্য উম্মুক্ত থাকবে বলে জানিয়েছেন পাঠাগারটির প্রতিষ্ঠাতা লেখক মোঃ শহীদুল্লাহ।