অনলাইন ডেস্ক :
তিউনিসিয়া উপকূলে শরণার্থীদের বহনকারী একটি নৌকাডুবির পর এখন পর্যন্ত ১১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অন্তত ১২ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, নৌকাটিতে মোট ৩৭ শরণার্থী ছিল। যার মধ্যে ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভূমধ্যসাগরে নৌকাটি ডুবে যায়। তিউনিসিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএপি রোববার (১১ সেপ্টেম্বর) জানায়, শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে আরও পাঁচটি মরদেহ উদ্ধার করলে মৃতের সংখ্যা দাঁড়ায় ১১ জনে। শরণার্থীরা তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছার চেষ্টা করেছিল। চলতি বছর এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এক হাজারের বেশি শরণার্থীর মৃত্যু হয়েছে।