ভারতে ভিপিএন পরিষেবা বন্ধের সুপারিশ

ভারতে ভিপিএন পরিষেবা বন্ধের সুপারিশ

প্রযুক্তি ডেস্ক :

করোনা মহামারীতে লকডাউনের জেরে ওয়ার্ক ফ্রম হোম হওয়ার পর থেকেই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) বেড়েছে ভারতে। এই পরিষেবায় ইন্টারনেট ব্যবহারকারী কোথায় আছেন, কী তার আইপি পরিচয় সবটা জানতে পারা মুশকিল হয়ে যায়। ভিপিএন ব্যবহার করে নিষিদ্ধ সাইটে প্রবেশের প্রবণতাও রয়েছে ভারতীয়দের মধ্যে। এছাড়া নিষিদ্ধ ওয়েব টেলিকম কোম্পানিও ভিপিএনের সাহায্যে ব্যবহার করা হয়। সব কিছু মিলিয়ে এখন এই পরিষেবাকে নিষিদ্ধ ঘোষণা করতে দেশটির কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি। ভারতের সংসদীয় কমিটির দাবি, ভিপিএন চালু থাকলে তা দেশের জন্য বিপজ্জনক। সাইবার অপরাধীরা এটাকে কাজে লাগিয়ে নতুন ষড়যন্ত্রের ফাঁদ পাততে পারেন। অথচ এই পরিষেবা সহজলভ্য। তাই অবিলম্বে ভিপিএন বন্ধ করা দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *