ভারতীয় শিক্ষার্থীদের রেকর্ডসংখ্যক ভিসা দিল যুক্তরাষ্ট্র

ভারতীয় শিক্ষার্থীদের রেকর্ডসংখ্যক ভিসা দিল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক :

এক বছরে ভারতীয় শিক্ষার্থীদের রেকর্ডসংখ্যক ভিসা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতে মার্কিন দূতাবাস এবং এর কনস্যুলেটগুলো ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে এক লাখ ৪০ হাজারেরও বেশি স্টুডেন্ট ভিসা দিয়েছে, যা সর্বকালের রেকর্ড বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

মঙ্গলবার (২৮ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘোষণা করেছে, ভারতে আমাদের দূতাবাস ও কনস্যুলেটগুলো এক লাখ ৪০ হাজারেরও বেশি স্টুডেন্ট ভিসা দিয়েছে, যা সর্বকালের রেকর্ড।’ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। ইউএস স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত (২০২৩ ফেডারেল ফিসকেল ইয়ার), স্টেট ডিপার্টমেন্ট বিশ্বব্যাপী ১০ মিলিয়নেরও বেশি নন-ইমিগ্র্যান্ট ভিসা দিয়েছে।এক বিবৃতিতে জানানো হয়, অর্ধেক মার্কিন দূতাবাস এবং কনস্যুলেট আগের চেয়ে বেশি নন-ইমিগ্র্যান্ট ভিসা দিয়েছে। মার্কিন দূতাবাস ব্যবসা এবং পর্যটনের জন্য প্রায় ৮ মিলিয়ন ভিজিটর ভিসা ইস্যু করেছে, যা ২০১৫ সালের পর যে কোনো অর্থবছরের চেয়ে বেশি। এ সময় ৬ লাখেরও বেশি স্টুডেন্ট ভিসা দেওয়া হয়েছে, যা ২০১৭ সালের পর যে কোনো বছরে সর্বোচ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *