মোঃ মানিক খান | অনলাইন ফিচার ডেস্ক |
সম্প্রতি প্রকাশিত হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী খায়রুল ওয়াসির কথা সুর সংগীতে ‘চোখ লাল কিসে’ শিরোনামের নতুন একটি মিউজিক ভিডিও। ইতিমধ্যে গানটি জনপ্রিয় বিনোদন মাধ্যম টিকটক, ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও রীতিমত ভাইরাল হয়েছে। ‘চোখ লাল কিসে’ গানটিতে কাজ করেছেন প্রায় ২০জন শিল্পী। এর মধ্যে গানটিতে কণ্ঠ দিয়েছেন খায়রুল ওয়াসি, কামরুজ্জামান রাব্বী, রাজু মন্ডল, এসডি সাগর ও এমআর মানিক।
রাতারাতি ভাইরাল হওয়ার গানটির গীতিকার ও সুরকার জনপ্রিয় কণ্ঠশিল্পী খাইরুল ওয়াসি। গানটির সংগীত আয়োজন করেছেন এসডি সাগর।
মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রাশেদ রানা। “জেএল মিউজিক” নামের নতুন মিউজিক কোম্পানি থেকে প্রকাশিত হয় গানটি। অসাধারণ চিত্রায়নের মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন সাইফুল ইসলাম রাফি, রাহমান আয়াত, যৌথ খান, জয় সরকার বাপ্পী, জন এলেক্স রয় এবং গল্পের মূল অংশে অভিনয় করেছেন কন্ঠশিল্পীরা।
গানটি ভাইরাল হওয়ায় খায়রুল ওয়াসী গানটির সাথে সম্পৃক্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া জিএল মিউজিকের কর্ণধার রাশেদ রানা’কে ধন্যবাদ জানান গানটি গীতিকার, সুরকার ও যৌথ সঙ্গীত পরিচালক খায়রুল ওয়াসী।