ব্রিটেনের মানুষ পরিবর্তনের জন্য ভোট দিয়েছে: কিয়ার স্টার্মার

ব্রিটেনের মানুষ পরিবর্তনের জন্য ভোট দিয়েছে: কিয়ার স্টার্মার

অনলাইন ডেস্ক :

যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির কিয়ার স্টার্মার বলেছেন, দেশটির জনগণ পরিবর্তনের জন্য ভোট দিয়েছেন। মানুষ ভোট দিয়ে জানান দিয়েছেন তারা পরিবর্তনের জন্য প্রস্তুত। সংসদে নিজ আসনে জয় লাভের পর এই কথা বলেছেন ব্রিটেনের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী স্টার্মার। শুক্রবার (৫ জুলাই) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

এবারের সংসদীয় নির্বাচনে লেবার পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। বৃহস্পতিবারের ভোটের অনেক কেন্দ্রের ফলাফল ঘোষণা এখনও বাকি রয়েছে। ইতোমধ্যেই দলটি সংসদের ৬৫০টির মধ্যে ৩২৬টিরও বেশি আসনের জিতেছে।

বুথ ফেরত জরিপগুলোতে দেখা গেছে, এবারের নির্বাচনে লেবার পার্টি ৪১০টির মতো আসন জিততে পারে। কনজারভেটিভ পার্টিকে টপকে প্রায় ১৪ বছরের রক্ষণশীল সরকারের সমাপ্তি ঘটাতে যাচ্ছে লেবার পার্টি।

ব্রিটেনের নিয়ম অনুযায়ী, ৯ জুলাই নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ গ্রহণ ও স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর ১৭ জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে নতুন সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *