
আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে এ সব হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. একরাম উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হেসেন রেজা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনসহ প্রমুখ।
পরে আলোচনা শেষে পাঁচ প্রতিবন্ধীকে হুইল চেয়ার এবং ২২ জনকে ১০ হাজার করে ও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ৮০ জন প্রতিবন্ধীর হাতে ৫০ হাজার করে টাকার চেক দেওয়া হয়।
সূত্র : ঢাকা টাইমস টুয়েন্টি ফোর।