ব্রাজিলের বিপক্ষে আবারও মাঠে নামবে আর্জেন্টিনা

ব্রাজিলের বিপক্ষে আবারও মাঠে নামবে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক :

আর সপ্তাহ দুই পরই মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। সদ্য কোপা আমেরিকার শিরোপা জেতার পর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আবারও সেলেসাওদের হারানোর সুযোগ আলবিসেলেস্তেদের সামনে। আগামী ৬ সেপ্টেম্বর ম্যাচটি হওয়ার কথা রয়েছে। কিন্তু মাঠের লড়াইয়ে নামার আগেই একের পর এক দুঃসংবাদে পর্যুদস্ত আর্জেন্টিনা শিবির।

বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় আগামী ৩, ৬ ও ১০ সেপ্টেম্বর যথাক্রমে ভেনেজুয়েলা, ব্রাজিল ও বলিভিয়ার বিপক্ষে খেলবেন মেসিরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচগুলোকে সামনে রেখে দলের সব খেলোয়াড়কেই সুস্থ ও ফিট হিসেবে চাইবেন কোচ লিওনেল স্কালোনি। কিন্তু তা আর হচ্ছে কোথায়? চোটে জর্জরিত একের পর এক খেলোয়াড়।

দলের অন্যতম ভরসা লুকাস আলারিও তো অনেক আগে থেকেই মাঠের বাইরে, এরপর কোপা আমেরিকা জয়ের পর চোটে পড়েছেন সের্হিও আগুয়েরো, লাওতারো মার্টিনেজ ও পাওলো দিবালারা। এবার হাঁটুর চোটের কারণে মাসখানেকের জন্য ছিটকে গেলেন গোলকিপার অগুস্তিন মার্চেসিন। মূল একাদশে খেলা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের মূল বিকল্প হিসেবে তাকে বিবেচনা করা হয়।-সময় নিউজ টিভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *