
অনলাইন ডেস্ক :
সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। সোনালি সময় পেছনে ফেলে আসা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা একটা শিরোপার স্বপ্নে বিভোর। শুরু হওয়ার অপেক্ষায় থাকা কোপা আমেরিকা সেই স্বপ্ন পূরণের বড় মঞ্চ হতে পারে ব্রাজিলের জন্য।
অভিজ্ঞতা আর তারুণ্যের সমন্বয় নিয়ে প্রস্তুত কোচ দরিভাল জুনিয়রও।
তবে ব্রাজিলের এই দলের প্রতি আস্থা খুঁজে পাচ্ছেন না রোনালদিনিও। বিশ্বকাপজয়ী সাবেক এই ব্রাজিলিয়ান তারকা নিজ দেশের খেলা দেখবেন না বলেও জানিয়েছেন।
সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
আগামী ২৫ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবে ব্রাজিল। গ্রুপের বাকি দুই ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে ২৯ জুন এবং ৩ জুলাই কলম্বিয়ার বিপক্ষে।