অনলাইন ডেস্ক :
বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান বরাবরই থাকেন আলোচনার শীর্ষে। এই আলোচনায় আলোচনা-সমালোচনা দুটোই থাকে। তবে সম্প্রতি ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা গেছে এক অভিনেত্রীর সাথে নাকি তার প্রেম চলছে। তবে বলিউডের কোনো সুন্দরীর সঙ্গে না, হৃদয়ের লেনদেন করতে আরিয়ান বেছে নিয়েছেন ফুটবলের দেশে ব্রাজিলের সুন্দরী লারিসা বনেসিকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
একাধিক ভারতীয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, ব্রাজিলিয়ান বিকিনি মডেল ও অভিনেত্রী লারিসা বনেসির সাথে আরিয়ান খানের প্রেমের গুঞ্জন সত্যি হতে পারে। যদিও ওই প্রতিবেদনে সরাসরি তাদের সম্পর্ক নিয়ে কিছু বলা হয়নি। তবে লারিসাকে ইনস্টাগ্রামে আরিয়ানের ফলো করা এবং তার ছবিতে লাইক দেওয়ার মতো বিষয়গুলোকে ইঙ্গিত দেওয়া হয়েছে ওই প্রতিবেদনে।
তবে আরিয়ান শুধু এই অভিনেত্রীকে নয়, তার গোটা পরিবারকেই অনুসরণ করেন বাদশা-পুত্র। জানা যাচ্ছে, লারিসার মাকে জন্মদিনে নাকি উপহারও পাঠিয়েছেন আরিয়ান। তা-ও আবার নিজের ব্র্যান্ডের পোশাক। আরিয়ানের পাশাপাশি লারিসাও সামাজিক যোগাযোগমাধ্যমে খান পরিবারকে ফলো করা শুরু করেছেন। সম্প্রতি ব্রাজিলিয়ান ওই মডেলকে ব্র্যান্ডেড পোশাক পাঠানোর গুঞ্জন উঠেছে। যদিও আরিয়ান নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই তেমন খোলাসা করেন না। অন্যদিকে লরিসাও চুপ আছেন।
উল্লেখ্য, অক্ষয় কুমার ও জন আব্রাহামের ‘দেশি বয়েজ’ সিনেমার ‘সুবাহ হোনে না দে’ গানটির মাধ্যমে জনপ্রিয়তা পান লারিসা। পরবর্তীতে সাইফ আলী খানের ‘গো গোয়া গন’ সিনেমায় সাইফ আলী খানের বিপরীতে কাজ করেন লারিসা। এছাড়াও তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রির ‘থিক্কা’ ও ‘পেন্টহাউজ’ সিনেমায় কাজ করেছেন ব্রাজিলিয়ান এই মডেল।