
অনলাইন ডেস্ক :
কলকাতার জনপ্রিয় নায়ক দেব। অভিনয় ছাড়াও রাজনীতিতে সক্রিয় রয়েছেন তিনি। সম্প্রতি তার জীবনের উত্থান-পতন নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন এ অভিনেতা।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে দেব বলেন, ‘প্রত্যেক মানুষের জীবনে উত্থান-পতন থাকে। সেটা জীবনের অঙ্গ। উঠলে তোমাকে নামতে হবেই। বিষণ্ণতায় আছি মানেই সুইসাইড করতে যাব তা নয়, আমিও বিষণ্ণতায় ভুগেছি।’ জীবনে কোনো কিছু শেষ হওয়া মানে জীবনটা শেষ হওয়া নয় বলে মনে করেন এই অভিনেতা। তিনি বলেন, ‘যখন সাংসদ হলাম, তখন আমার সিনেমা পরপর ফ্লপ করা শুরু করল। তখন আমি দেখলাম নায়িকারা আমাকে এড়িয়ে চলছে। সবাই বলেছিল আমি শেষ হয়ে গেছি। কিন্তু আমার গত কয়েকটা সিনেমা ভালো ব্যবসা করেছে। এমনও হয়েছে যে নায়িকাকে নিয়ে পোস্টার প্রকাশ করেছি সে আমার সিনেমা ছেড়ে চলে গেছে। শুটিংয়ের আগে না বলে দিয়েছে। আমার হাউসফুল সিনেমা হল থেকে নামিয়ে দেয়া হয়েছে। কিন্তু আমার শেষ চার সিনেমা চলেছে। জীবনে কোনো কিছু শেষ হওয়া মানে জীবনটা শেষ হওয়া নয়। সব পরিস্থিতি থেকেই ফিরে আসা যায়।’