অনলাইন ডেস্ক :
ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের বাসিন্দা এক নারী। পাঁচ মিটার দীর্ঘ সাপের বিশাল পেটে পোশাকসহ তার সম্পূর্ণ দেহ মিলেছে। লঙ্কা বিক্রি করতে গিয়ে তিনি বাড়ি ফেরেননি। পরদিন সকালে তার খোঁজে বেরিয়ে ওই নারীর স্বামী স্থানীয়দের সাহায্যে প্রাণীটির পেট কেটে স্ত্রীর মৃতদেহের সন্ধান পান। যদিও এই ধরনের ঘটনাগুলো অত্যন্ত বিরল। তবে ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে অজগর (জায়ান্ট পাইথন) সম্পূর্ণ গিলে ফেলার কারণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।
তথ্যসূত্র : ডয়েচেভেলে।