আন্তর্জাতিক ডেস্ক :
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের ফোনে পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে আড়ি পাতা হয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সিকিউরিটি ল্যাবের ডিজিটাল ফরেনসিক প্রতিবেদনের বরাত দিয়ে ভারতের নিউজ পোর্টাল দ্য ওয়্যার জানিয়েছে। পেগাসাসের ফোনে নজরদারির তালিকায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সচিবও। এছাড়া আড়ি পাতা হয়েছে প্রশান্ত কিশোরের কয়েকজনের ঘনিষ্ট ব্যক্তিদের ফোনেও। তবে ফরেনসিক তদন্ত না হওয়ায় এটা বোঝা যাচ্ছে না, তাদের ফোন হ্যাক করা হয়েছিল কিনা। মূলত বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিজয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অভিষেক-প্রশান্তের। এ ব্যাপারে প্রশান্ত কিশোর জানান, এটা অস্বীকার করার উপায় নেই যে, ক্ষমতার ব্যবহার করে বেআইনিভাবে আড়িপাতা হয়েছিল।