
অনলাইন ডেস্ক :
বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি যোগ দিয়েছেন পিএসজিতে। আজ বুধবারের সংবাদ সম্মেলনে মেসি বলেন, ‘প্রথমত ক্লাব সভাপতির বক্তব্যে আমি খুব খুশি এবং তাকে ধন্যবাদ দিতে চাই। আপনারা জানেন দীর্ঘদিন পর বার্সেলোনা ছেড়ে আসা আমার জন্য খুব কঠিন ছিল। কিন্তু আমি এখানে (পিএসজি) এসে খুব খুশি।’ বড় কোনো অঘটন না ঘটলে পিএসজির জার্সি পরে খেলবেন চ্যাম্পিয়ন্স লিগও। সেখানে হয়তো মাঠের খেলায় দেখা হয়ে যেতে মেসির আগের ক্লাব বার্সেলোনার সঙ্গে। তখন তিনি আসলে কী করবেন? এমন প্রশ্নে মেসি জানান, একদিক থেকে চিন্তা করলে এটা দুর্দান্ত ব্যাপার হবে। আশা করি দর্শকরাও তখন উপস্থিত থাকবে। সবাই জানেন যে ক্লাবটির প্রতি আমার ভালোবাসা রয়েছে, সেখানে আমি ছোটবেলা থেকে ছিলাম। সেটা সবসময়ই আমার বাড়ি এবং ইউরোপে দেখা হলে আমরা অপেক্ষায় থাকবো। অন্য দলের জার্সি গায়ে ক্যাম্প ন্যুতে খেলতে নামার বিষয়টা খুবই অদ্ভুত হবে। কিন্তু এটা ফুটবল, এটা হতে পারে।