বাবর-রিজওয়ানের তান্ডবে লন্ডভন্ড ইংল্যান্ড

বাবর-রিজওয়ানের তান্ডবে লন্ডভন্ড ইংল্যান্ড

অনলাইন ডেস্ক :

সফরকারী ইংল্যান্ডকে নিয়ে ছেলেখেলা করলো ওপেনার হিসেবে খেলতে নামা পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। বাবরের সেঞ্চুরি ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং তান্ডবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সোজা কথায় ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে নতুন রেকর্ডের জন্ম দিয়েছে পাকিস্তান।

গতরাতে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ডের ছুঁড়ে দেয়া ২০০ রানের লক্ষ্যে খেলতে নেমে বাবর-রিজওয়ান অন্য কোন ব্যাটারকে মানে নামার সুযোগ দেননি। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে ১০ উইকেটের এই রেকর্ড জয়ে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা আনলো পাকিস্তান।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৬ উইকেটে জিতেছিলো ইংল্যান্ড। বাবর ৬৬ বলে ১১০ ও রিজওয়ান ৫১ বলে ৮৮ রানে অপরাজিত থাকেন।

আজই সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আবারও মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *