বাজারে এলো রয়েল এনফিল্ডের হান্টার ৩৫০

বাজারে এলো রয়েল এনফিল্ডের হান্টার ৩৫০

অনলাইন ডেস্ক :

অবশেষে ভারতের বাজারে এলো রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ মডেলের নতুন বাইক। এই মোটরসাইকেলের অপেক্ষায় দীর্ঘ দিন ধরে অপেক্ষায় ছিলেন রয়েল এনফিল্ড ভক্তরা।

তিনটি ভ্যারিয়েন্টে ভারতের বাজারে নিয়ে আসা হয়েছে রয়েল এনফিল্ড হান্টার ৩৫০। এদের মধ্যে রেট্রো ভ্যারিয়েন্টের দাম দেড় লাখ টাকা, হাইয়ার-স্পেক মেট্রো ড্যাপার ভ্যারিয়েন্টের দাম এক লাখ ৬৪ হাজার টাকা এবং টপ-অ্যান্ড মেট্রো রেবেল মডেলটির দাম এক লাখ ৬৮ হাজার টাকা রাখা হয়েছে। এনফিল্ড হান্টার ৩৫০-এর এই প্রতিটি ভ্যারিয়েন্টের দামই এর এক্স-শোরুমের জন্য। হান্টার ৩৫০ মোটরবাইকে একই ইঞ্জিন ব্যবহৃত হয়েছে, যা ক্লাসিক ৩৫০ এবং মেটেওর ৩৫০-এ দেয়া হয়েছিল। ৩৪৯ সিসি, এয়ার-কুলড ইঞ্জিনটি সর্বাধিক ২০.২ বিএইচপি পাওয়ার এবং ২৭ এনএম পিক টর্ক দিতে সক্ষম। ৫-স্পিড গিয়ারবক্সের সঙ্গে পেয়ার করা হয়েছে এই ইঞ্জিন। এই বাইকে ফুয়েল এবং ইঞ্জিনের ইগনিশন ম্যাপ ফিরিয়েছে রয়েল এনফিল্ড, যাতে হান্টার ৩৫০-এর চরিত্রের সঙ্গে খাপ খায়। গাড়িটির সর্বাধিক গতি ঘণ্টায় ১১৪ কিলোমিটার। ফুয়েল ট্যাংকের পরিমাপ ১৩ লিটার এবং মোটরসাইকেলটির ওজন ১৮১ কেজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *