অনলাইন ডেস্ক :
বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল এক শিশু লেগ স্পিনারের ভিডিও। লেগ স্পিনের দুর্দান্ত প্যাঁচে তাকে দেখা যায় বড়দের কুপোকাত করে দিতে। একই সঙ্গে দুই দিকেই বল স্পিন করাতে পারদর্শী এই শিশু। সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলা এই স্পিনার মন জিতে নিয়েছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের। যার কারণে সেই ভিডিওটি নিজের ফেসবুক পেইজে আপলোড করেছেন সাবেক এই তারকা ক্রিকেটার। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ওয়াও! ভিডিওটি আমি আমারে এক বন্ধুর থেকে পেয়েছি। এটা অসাধারণ। খেলার প্রতি এই ছোট্ট শিশুটির ভালোবাসা এবং আবেগ একেবারেই স্পষ্ট।’ কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হয় শিশুটির বোলিংয়ের দৃশ্য। তার নাম আসাদুজ্জামান সাদিদ। মাত্র ছয় বছর বয়সী দুর্দান্ত এই লেগির সেই ভিডিও তখনই ভাইরাল হয়ে যায়।