বঙ্গোপসাগরে নতুন আশঙ্কা, বাড়তে পারে বিপদ!

বঙ্গোপসাগরে নতুন আশঙ্কা, বাড়তে পারে বিপদ!

অনলাইন ডেস্ক :

বঙ্গোপসাগরে নতুন করে আশঙ্কার সৃষ্টি করেছে ‘লা নিনা’। লা নিনা হলো মধ্য ও নিরক্ষীয় প্রশান্ত মহাসাগর অঞ্চলে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা হওয়া। এটি সাগর-মহাসাগরে ঘন ঘন ঘূর্ণিঝড় সৃষ্টির জন্যও দায়ী। যা বেশ বিপজ্জনক।

এদিকে, ২০২০ সালের সেপ্টেম্বর থেকে প্রশান্ত মহাসাগরের ওপর বিরাজ করছে ‘লা নিনা’। যা এবছর তৃতীয় বছরে পা রাখতে চলেছে। বিশেষজ্ঞদের তথ্যানুসারে, ১৯৫০ সালের পর থেকে লা নিনার প্রভাবের স্থায়ীত্ব একবারে দু’বছরের বেশি হয়েছে মাত্র ছয়বার। অন্যদিকে, এ বছরে ৩০ আগস্ট পর্যন্ত ভারতে ৭৪০ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে; যা স্বাভাবিকের চেয়ে ৭ শতাংশ বেশি। বিশেষজ্ঞরা মনে করেন, চলমান এই লা নিনা অস্বাভাবিক হলেও ভারতীয় বর্ষার জন্য ভালো লক্ষণ। তবে ভারতের জন্য ভালো হলেও এটি অন্য অনেক দেশের জন্য ভালো নয়। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেটিওরোলজির (আইআইটিএম) জ্যেষ্ঠ বিজ্ঞানী রক্সি ম্যাথিউ মনে করেন, লা নিনা আটলান্টিক মহাসাগর এবং বঙ্গোপসাগরে ঘন ঘন ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য দায়ী। এটির কারণে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির হার বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *