
অনলাইন ডেস্ক :
রাজধানীর বনানীতে বিলাসবহুল ফ্ল্যাটে চলছিল মাদকের রমরমা ব্যবসা। অভিযান চালিয়ে আইস-এলএসডি, কোকেন, গাঁজাসহ বিপুল বিদেশি মাদক উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বাসাটির মালিকের নাম সেলিম সাত্তার। তিনি সুইজারল্যান্ড ও বাংলাদেশের দ্বৈত নাগরিক। জিএমজি গ্রুপভুক্ত সাবেক বলাকা ব্লেড বর্তমানে সামাহ রেজর ব্লেডস ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেডের পরিচালক তিনি। বিদেশি নতুন নতুন মাদকের কালেকশন দেশে নিয়ে আসতেন সেলিম সাত্তার। আর উচ্চবিত্তদের নিয়ে নিজের বাসাতেই বসাতেন মাদকের আসর। পুরো বাসাটি বিলাসবহুল বারের ন্যায় সাজানো। রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (উত্তর) রাশেদুজ্জামান সাংবাদিকদের জানান, মাদকদ্রব্যের পাশাপাশি মেলে যৌন উত্তেজনা সৃষ্টিকারী ওষুধসহ বিকৃত যৌনাচারের নানা সামগ্রী। তিনি আরও জানান, ফ্ল্যাটের বাসিন্দা সেলিম সাত্তার ও তার স্ত্রী এখানে বন্ধুদের নিয়ে বিদেশি মাদক সেবন করতেন। লাইসেন্স ছাড়া ভয়ংকর সব বিদেশি মাদক দেশে এনে বিক্রিও করতেন। সোমবার (৫ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।