অনলাইন ডেস্ক :
আগের দিন সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশকে দারুণ একটি দিন উপহার দিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মুশফিকুর রহিমের সঙ্গে জুটি গড়ে দলকে নিয়ে যাচ্ছিলেন বড় লিডের পথে। কিন্তু চতুর্থ দিন ক্রিজে স্থায়ী হতে পারেননি এ ব্যাটার। সাজঘরে ফিরেছেন দ্বিতীয় ওভারেই।
অপরপ্রান্তে দাঁড়িয়ে অবশ্য টেস্ট ক্যারিয়ারের ২৭তম ফিফটি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম।দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে সিলেটে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুক্রবার (১ ডিসেম্বর) চতুর্থ দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে টাইগাররা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শান্ত বাহিনীর লিড ২২২ রানের। মুশফিক ৮৪ বলে ৫৫ রানে আর শাহাদাত হোসেন দীপু ৬ বলে ৪ রান করে অপরাজিত আছেন।