প্রোটিয়াদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা

প্রোটিয়াদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক :

সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের নবম আসরের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় শ্রীলংকা বনাম দক্ষিণ আফ্রিকা।

এনরিখ নোর্কিয়া-কাগিসো রাবাদাদের বোলিং তোপে পড়ে মাত্র ৭৭ রানেই গুটিয়ে গিয়েছিল শ্রীলংকা। তবে মামুলি এই রানও স্বাচ্ছন্দ্যে পার করতে পারেনি প্রোটিয়ারা। জেতার জন্য তাদের খেলতে হয়েছে ৯৮ বল, খোয়াতে হয়েছে ৪ উইকেট।

যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ৭৮ রানের লক্ষ্যে খেলতে নামা দক্ষিণ আফ্রিকা প্রথম উইকেট হারায় মাত্র ১০ রানের মাথায়। ওপেনার রিজা হেনড্রিকসকে টিকতে দেননি নুয়ান থুসারা। অধিনায়ক এইডেন মার্করামও দলের হাল ধরতে পারেননি। ২৩ রানের মাথায় ফেরেন তিনি। তৃতীয় উইকেটে ২৮ রান যোগ করেন ওপেনার কুইন্টন ডি কক ও ত্রিস্তান স্টাবস। দলীয় ৫১ ও ৫৮ রানের মধ্যে ফেরেন এই দুজনও। ২৭ বলে ডি কক করেন ২০ রান। অন্যদিকে ১৩ রান করতে স্টাবসকে খেলতে হয়েছে ২৮ বল।

ডি কক, স্টাবসের বিদায়ের পর দলের আর বিপদ ঘটতে দেননি হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার। জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন এই দুজন। ২২ বলে ১৯ রানে ক্লাসেন ও ৬ বলে ৬ রানে অপরাজিত ছিলেন মিলার। ফলে ৬ উইকেটে জয় লাভ করে দক্ষিণ আফ্রিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *