
অনলাইন ডেস্ক :
১৯৫৪ সালের ২০ অক্টোবর ‘পূর্ব পাকিস্তান প্রেসক্লাব’ নামে প্রতিষ্ঠিত হয় বর্তমান জাতীয় প্রেসক্লাব। বাংলাদেশের অভ্যুদয়ের পর ১৯৭২ সালে পূর্ব পাকিস্তান প্রেসক্লাব সংশোধন করে নাম রাখা হয় ‘জাতীয় প্রেসক্লাব’। পেশাদার সাংবাদিকদের নিয়ে এ ক্লাব নীতিমালা অনুযায়ী নির্বাচিত কমিটির মাধ্যমে পরিচালিত হয়।
অনলাইন তথ্যসূত্রে জানা যায়, জাতীয় দৈনিক সংবাদপত্র, বার্তা সংস্থা, আঞ্চলিক সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেলে কমপক্ষে দু’বছর যাবত নিয়মিতভাবে কর্মরত এমন সাংবাদিকগণ (জেলা প্রতিনিধি/জেলা সংবাদদাতা) এই ক্লাবের সাধারণ সদস্য হতে পারেন। তবে প্রতিষ্ঠানিক নিয়োগপত্র/পরিচয়পত্র পাওয়ার দুই বছর পর সদস্য হওয়ার আবেদন করা যায়।
প্রেসক্লাব হল সাংবাদিক এবং অন্যান্যদের জন্য একটি সংগঠন যারা পেশাগতভাবে সংবাদ উৎপাদন ও প্রচারে নিয়োজিত থাকেন। একটি প্রেসক্লাব যার সদস্যপদ একটি প্রদত্ত দেশের প্রেস দ্বারা সংজ্ঞায়িত করা হয় সেই দেশের জাতীয় প্রেসক্লাব হিসাবে পরিচিত হতে পারে। বিদেশী সংবাদদাতাদের জন্য প্রেসক্লাবকে বলা হয় বিদেশী সংবাদদাতাদের ক্লাব।
প্রেসক্লাবের মূল উদ্দেশ্য হল ভবিষ্যতের সাংবাদিক, নিউজকাস্টার ইত্যাদি তৈরি করা। এছাড়া পেশাদার সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করা, বিভিন্ন সামাজিক সাংগঠনিক কাজে নিয়োজিত থাকা এবং সাংবাদিকদের অবদান তুলে ধরা ইত্যাদি প্রেসক্লাবের উদ্দেশ্য।
প্রেসক্লাবকে কোনো রাজনৈতিক দল বা ব্যবসায়ীদের কার্যালয় হিসেবে ব্যবহার করা যায় না। এই প্রেসক্লাব মূলত পেশাদার সাংবাদিকদের একটি স্বকীয় ক্লাব। এখানে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাথে সম্পৃক্ত ব্যক্তিরাই কেবল সদস্য হওয়ার যোগ্যতা রাখে। অন্য কোন পেশার মানুষজন প্রেসক্লাবের সদস্য হওয়ার যোগ্যতা রাখে না। বলা যায় এই ক্লাবের সদস্যপদ পাওয়ার একমাত্র যোগ্যতা হলো পেশায় সাংবাদিক হতে হবে। যদিও বর্তমানে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের কিছু কিছু প্রেসক্লাবে দেখা যায় সাংবাদিকদের পাশাপাশি অন্যান্য পেশাজীবিরাও প্রেসক্লাবের সদস্যপদ গ্রহণ করছে। ফলে প্রেসক্লাবের মূল উদ্দেশ্য ক্ষুণ্ণ হচ্ছে। যা মোটেও উচিত নয়। প্রেসক্লাবে পেশাদার সাংবাদিক ব্যাতিত রাজনীতিবিদ, ব্যবসায়ী, বিভিন্ন চাকুরীজীবি পেশার মানুষেরা সদস্যপদ গ্রহণ করলে প্রেসক্লাবের মূল উদ্দেশ্য ব্যহত হয় এবং অনেক পেশাদার সাংবাদিকরা প্রেসক্লাবের সদস্যপদ থেকে বঞ্চিত হয়। এতে করে প্রেসক্লাবের কার্যকারিতা ও গুরুত্ব কমে যায়। তাই প্রেসক্লাব শুধুই পেশাদার সাংবাদিকদের সংগঠন, অন্য কোন পেশার নয়।
তথ্যসূত্র : অনলাইন থেকে সংগ্রহীত।