প্রথম নির্বাচনে নেমে মান্ডিতে  কঙ্গনা রানাওয়াতের বাজিমাৎ

প্রথম নির্বাচনে নেমে মান্ডিতে কঙ্গনা রানাওয়াতের বাজিমাৎ

অনলাইন ডেস্ক :

উত্তর ভারতের হিমাচল প্রদেশ রাজ্যে লোকসভার চারটি আসনের একটি হলো মান্ডি কেন্দ্র। এখান থেকে এবার বিজেপির হয়ে লড়েছেন কঙ্গনা রানাওয়াত। আর প্রথমবারেই বাজিমাৎ করে দেখালেন। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী এবং বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত মান্ডি লোকসভা আসনে ৭৪,৭৫৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। ভারতের নির্বাচন কমিশন ৪ জুন এ তথ্য নিশ্চিত করেছে। তিনি কংগ্রেসের হেভিওয়েট বিক্রমাদিত্য সিংকে পরাজিত করেছেন। তিনি লোকসভা নির্বাচনে ৫,৩৭,০২২ ভোট পেয়েছিলেন, বিক্রমাদিত্যের বিপরীতে তিনি ৪,৬২,২৬৭ ভোট পেয়েছিলেন।

মান্ডি কেন্দ্র থেকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পরে কঙ্গনা রানাউত বলেন, ‘আমি এই মুহূর্তে আবেগপ্রবণ। আমি কৃতজ্ঞ যে মান্ডির মানুষ প্রধানমন্ত্রী মোদীর সুশাসন এবং বিজেপিকে নির্বাচিত করেছে।’

তিনি আরও বলেন, যদিও আমার মুম্বাই যাওয়া নিয়ে কথা হচ্ছে। তথাপি আমি আমার জন্মভূমি হিমাচল প্রদেশের মানুষের সেবা করতে চাই। আমি সর্বদা নরেন্দ্র মোদীর সৈনিক হিসেবে ‘সবার সাথে, সবার বিকাশ’ এ লক্ষ্যে কাজ করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *