প্রথম এভারেস্ট জয়ের গল্প এবার বড়পর্দায়, আসছে ‘তেনজিং’

প্রথম এভারেস্ট জয়ের গল্প এবার বড়পর্দায়, আসছে ‘তেনজিং’

অনলাইন ডেস্ক :

তেনজিং নোরগে ও স্যার এডমন্ড হিলারি, এই নাম দুটি কে না জানে! বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় সবার আগে পা রেখেছেন এই দুজন। ১৯৫৩ সালের সে অবিস্মরণীয় ঘটনা বিশ্ববাসীর সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। এবার সেই ঘটনা পর্দায় আনতে যাচ্ছেন পরিচালক জেনিফার পিদম। কিংবদন্তী পর্বতারোহী নোরগের জীবনকে ভিত্তি করে নির্মিত হতে যাচ্ছে বায়োপিক, যেখানে দেখা যাবে টম হিডেলস্টোন ও উইলিয়াম ড্যাফোকে।

১৯৫৩ সালের ২৯ মে এভারেস্ট জয় করেছিলেন তেনজিং নোরগে ও এডমন্ড হিলারি। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় করা শেরপার জীবন কেমন ছিল? কী ছিল তাঁর জীবন দর্শন? এই সমস্ত গল্প এবার দেখা যাবে বড়পর্দায়। জেনিফার পিদমের পরিচালনায় সিনেমাটির নাম দেওয়া হচ্ছে ‘তেনজিং’।

ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, ‘তেনজিং’-এ হিলারি চরিত্রে টম হিডলস্টন এবং ইংরেজ অভিযানের নেতা কর্নেল জন হান্টের চরিত্রে উইলেম ড্যাফো অভিনয় করবেন।

তবে সিনেমাটির প্রধান চরিত্র নরগে’র চরিত্রের জন্য অভিনেতার সন্ধান চলছে। ধারনা করা হচ্ছে, কোনো বড় তারকাকেই নেওয়া হবে এই চরিত্রে।

ব্রিটিশ অভিনেতা টম মার্ভেলের সিনেম্যাটিক ইউনিভার্সের গুরুত্বপূর্ণ অংশ হিডেলস্টোন। ‘থর’ সিনেমায় লোকির চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান তিনি।

পরবর্তীকালে এই লোকি চরিত্র নিয়ে আলাদা করে ওয়েব সিরিজ তৈরি হয়। সেটিও দর্শক মহলে প্রশংসিত হয়। সূত্রের খবর মানলে, ‘তেনজিং’-এ এডমন্ড হিলারির চরিত্রে অভিনয় করবেন টম।

অন্যদিকে উইলিয়াম ড্যাফো হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। বাণিজ্যিক চলচ্চিত্র ও আর্ট সিনেমা, উভয় ক্ষেত্রে তার কদর সবচেয়ে বেশি।

চার-চারটি অস্কার মনোনয়ন রয়েছে তার ঝুলিতে। সম্প্রতি ‘পুওর থিংস’ সিনেমায় অভিনয়ের জন্য তুমুল প্রশংসা পেয়েছেন। জানা যাচ্ছে, এই বায়োপিকে ব্রিটিশ সেনাকর্তা জন হান্টের ভূমিকায় অভিনয় করবেন তিনি, যিনি কিনা ১৯৫৩ সালে মাউন্ট এভারেস্টের সফল ব্রিটিশ অভিযানের নেতা ছিলেন।

পরিচালক জেনিফার পিদম এর আগে ‘শেরপা’, ‘মাউন্টেন’ ও ‘সোলো’র মতো চলচ্চিত্র তৈরি করে প্রশংসিত হয়েছেন। ‘তেনজিং’ সম্পর্কে সংবাদমাধ্যমকে তিনি জানান, তেনজিংয়ের পরিবারের পক্ষ থেকে সম্মতি নিয়েই এই সিনেমা তৈরি করা হচ্ছে। এর জন্য তার পরিবারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন পিদম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *