প্রথমবারে মতো মোটো জিপি রেস আয়োজন করছে ভারত

প্রথমবারে মতো মোটো জিপি রেস আয়োজন করছে ভারত

অনলাইন ডেস্ক :

ভারতের মাটিতে প্রথম বারের মতো মোটো জিপি রেস আয়োজন করা হচ্ছে। আগামী ২০২৩ সালে দেশটিতে অনুষ্ঠিত হবে মোটরবাইকের এই প্রতিযোগিতা।

জানা গেছে, মোটো জিপি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেস, যা পরিচিত হবে গ্রাঁ-প্রি অফ ভারত বা ভারতীয় গ্রাঁ-প্রি হিসেবে। অন্য কোথাও নয়, বরং গ্রেটার নয়ডার বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটেই আয়োজিত হবে এই মোটর রেস, যেখানে হ্যামিল্টনদের ফর্মুলা ওয়ানের রেস দেখেছে ক্রীড়াবিশ্ব। মোটো জিপির বাণিজ্যিক স্বত্বাধিকারী ডরনা স্পোর্টস ও নয়ডার রেস প্রোমোটার ফেয়ারস্ট্রিট স্পোর্টসের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী পরবর্তী ৭ বছর ভারতে অনুষ্ঠিত হবে মোটর রেসিংয়ের এই ফ্ল্যাগশিপ ইভেন্ট। অন্তত ১৯টি দেশের বাইক রাইডাররা গতির ঝড় তুলবেন বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *