অনলাইন ডেস্ক :
সামনের মৌসুমেই পিএসজির সঙ্গে লিওনেল মেসির চলতি চুক্তির মেয়াদ শেষ হবে। অবশ্য একবছর বাড়ানোর সুযোগ আছে আগের চুক্তিতে। স্প্যানিশ গণমাধ্যমে খবর, এরমাঝেই মেসির সঙ্গে এক বছরের চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ফ্রেঞ্চ জায়ান্টরা। সেজন্য এলএম থার্টির সঙ্গে আলোচনায় বসতে চলছে প্রস্তুতি।
মেসিকে এখনো আনুষ্ঠানিক চুক্তি বাড়ানোর প্রস্তাব দেয়া হয়নি। লিগ ওয়ান চ্যাম্পিয়নরা তেমন প্রস্তাবের জন্য আগ্রহ দেখাচ্ছে। মেসি হয়ত কাতার বিশ্বকাপ পর্যন্ত সিদ্ধান্ত নিতে অপেক্ষা করবেন। তারপর নিজের ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষণ করতে কিছুটা সময় নেবেন।
ইতিমধ্যেই নতুন মৌসুমের আগে মেসি প্যারিসে অনুশীলন শুরু করেছেন। নিজের কর্মপরিকল্পনা গোছাতে এক সপ্তাহ ছুটি কমিয়েছেন।
চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য মরিয়া পিএসজি অবধারিতভাবেই মেসিকে ধরে রাখতে চাইবে। মেসির ইমেজ সত্ত্ব ও বিপণনের জন্য ফ্রেঞ্চ ক্লাবটি মোটা অঙ্কের অর্থ উপার্জন করছে। ক্লাবটি জানিয়েছে, গত বছর দলের যে জার্সি বিক্রি হয়েছে তার ৬০ শতাংশই মেসির।