অনলাইন ডেস্ক :
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক পারমাণবিক প্রতিরোধ কর্মসূচি ও বেসামরিক পরমাণু শিল্প জোরদারে ২৫ কোটি ২০ লাখ মার্কিন ডলারের সরকারি বিনিয়োগের ঘোষণা দিতে যাচ্ছেন। ঘোষণার আগে সুনাকের ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
এ বিনিয়োগ পরিকল্পনার কারণে ৪০ হাজার নতুন চাকুরির সুযোগ তৈরি হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
উত্তর ইংল্যান্ডের শহর ব্যারো ইন ফারনেস থেকে সুনাক এ বিনিয়োগের ঘোষণা দেবেন। সেখানে সফরে যাওয়ার প্রাক্কালে সুনাক এ উদ্যোগকে পারমাণবিক প্রতিরোধক এবং পারমাণবিক জ্বালানি শিল্পের ভবিষ্যত রক্ষা করার একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেছেন, পরমাণুর মাধ্যমে আমরা ভোক্তাদের জন্যে দেশে তৈরি কম মূল্যে স্বচ্ছ্ব জ্বালানি সরবরাহ করতে পারি। এ কারণে আমরা যুক্তরাজ্যের সাবমেরিনের মূল কেন্দ্র ব্যারোতে এবং সমৃদ্ধ ব্রিটিশ পারমাণবিক শিল্পে ভবিষ্যতের চাকরি ও দক্ষতার জন্যে বিনিয়োগ করছি।