জাতীয় ডেস্ক :
সারা দেশে বাংলাদেশ কার্ভাডভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের ডাকা ৭২ ঘণ্টার কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকের পর ট্রাক মালিক-শ্রমিক নেতারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। ১৫ দফা দাবিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু হয়। আগামী ২৪ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত এ কর্মসূচি চলার কথা ছিল।