অনলাইন ডেস্ক :
ভৈরব সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয় বার্ষিক নৌ ভ্রমণের প্রস্তুতি সভা। আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৩ রোজ শুক্রবার সম্ভাব্য তারিখ নির্ধারণ করে নৌ ভ্রমণের প্রস্তুতি সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সংগঠন সাধারণ সম্পাদক সফিউল্লাহ তপন, আক্তারুজ্জামান, মাহিনুর রহমান মোল্লা, আঃ সালাম, মোঃ মোশারফ হোসেন হায়দার, জলি বদন তৈয়বা, এমরান হোসেন, সুমন খান, অলিউর রহমান মাসুম, জামাল উদ্দিন এবং নবী হোসেন সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও বার্ষিক নৌ ভ্রমণে সংগঠনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন এবং সংঠনের উপদেষ্টা ও জেলা জজ জনাব মোঃ হেলাল উদ্দিন উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন। সংগঠনের উপদেষ্টা ও বার্ষিক নৌ ভ্রমণের আহ্বায়ক অতিরিক্ত কর কমিশনার মোঃ মাসুদ রানা।