নেদারল্যান্ডসে চালু হচ্ছে ‘হোম অফিস’ আইন

নেদারল্যান্ডসে চালু হচ্ছে ‘হোম অফিস’ আইন

অনলাইন ডেস্ক :

মহামারি করোনা ঠেকাতে হোম অফিস (ওয়ার্ক ফর্ম হোম) চালু করে বিশ্বের নানা প্রতিষ্ঠান। অনেকেই এই হোম অফিসে অভ্যস্থও হয়ে পড়েন। করোনা সংক্রমণ কমে গেলে প্রতিষ্ঠানগুলো আবার হোম অফিস বাতিল করে দেয়।

এদিকে, করোনায় আক্রান্ত বা শারীরিক অসুস্থতার কারণে অনেক কর্মী এখনও বাসা থেকে কাজ করার আবেদন জানান।মানবিক দিক বিবেচনা করে কিছু প্রতিষ্ঠানে নুমতি দিলেও অনেক প্রতিষ্ঠান এখন আর তা দেয় না। কর্মী ও প্রতিষ্ঠানের এসব জটিলতা কাটাতে ইউরোপের দেশ নেদারল্যান্ডসে হোম অফিস আইন চালু হচ্ছে। বুধবার (১৩ জুলাই) এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ডাচ্‌ পার্লামেন্টের নিম্নকক্ষে হোম অফিস বিল পাস হয়েছে। এখন বিলটি সিনেটের অনুমোদন পেলেই দেশটিতে হোম অফিসের বিষয়টি আইনি স্বীকৃতি পাবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশটিতে কোনো কর্মী হোম অফিস করার আবেদন জানালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সেই আবেদন খারিজ করে দিতে পারে। নতুন আইন সিনেটের অনুদোন পেলে কর্মীর এই আবেদন প্রতিষ্ঠানকে রাখতেই হবে। এরপরও যদি প্রতিষ্ঠান কর্মীকে সেই অনুমতি না দেয়, তাহলে উপযুক্ত কারণ দেখাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *