বিনোদন ডেস্ক :
সেন্সর সনদ না পাওয়ায় ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবিটি ইউটিউবে মুক্তি পেতে যাচ্ছে। পরিচালক রুবেল আনুশ নায়িকা সিমলার পোস্টার নিয়ে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে এই ছবিতে সিমলা একাই প্রধান নায়িকা নন আরও একজন প্রধান নায়িকা রয়েছেন। যার নাম রুমাই নোভিয়া।
রুমাই নোভিয়া এ ছবির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু তাকে প্রচারণার কোথাও রাখা হচ্ছে না। পোস্টারের শুধুই সিমলার ছবিই দেখা যাচ্ছে। এতে রুমাই নোভিয়ার মন খারাপ হয়েছে।
এ বিষয়ে রুমাই নোভিয়া সংবাদমাধ্যম’কে বলেন, নির্মাতা রুবেল আনুশ আমার খুব ভালো বন্ধু। এই ছবিতে সিমলার মতোই আমারও সম উপস্থিতি আছে। তবু, খবরে, প্রচার প্রচারণায় আমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তাই মন কিছুটা খারাপ। আমি হয়তো অন্য কারও তারকাখ্যাতির কাছে হেরে যাচ্ছি।
এদিকে রুবেল আনুশ জানান, আমার ছবিতে সিমলা বা রুমাই নোভিয়া কারও চরিত্রের গুরুত্বই কম নয়, বরং চলচ্চিত্রটির দু’টি গানে রুমাইর উপস্থিতি রয়েছে। তবে, মার্কেটিং পলেসির জায়গা থেকেই আমরা এ ধরনের প্রচারণা পদ্ধতি বেছে নিয়েছি। কথা দিচ্ছি, দু একদিনের মধ্যেই নতুন পোস্টার আমরা প্রকাশ করবো। যেখানে রুমাইর উপস্থিতি প্রাধান্য পাবে।
আগামী ২৫ নভেম্বর ছবিটি ইউটিউবে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
রুমি নোভিয়া সারা বাংলাদেশে ২০১৩ সালে জনপ্রিয় সংগীত পরিচালক রাকিব মোসাব্বির এর সুর, সঙ্গীত ও গায়কীতে আলোড়ন সৃষ্টিকারী ‘সাত পাকের জীবন’ গানের মিউজিক ভিডিওতে অরণ্য পাশার বিপরীতে মূল চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন। এই গানের মিউজিক ভিডিওতে রুমি নোভিয়ার অভিনয় খুবই প্রশংসা কুড়ায়। মিউজিক ভিডিও নির্মাণ করেছিল রাশেদ রাহা। সিডি চয়েজ এর ব্যানারে গানটি প্রকাশিত হয়েছিল।