নাহিদা রহমান সুমনাকে গ্রীসের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ।

নাহিদা রহমান সুমনাকে গ্রীসের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ।

অনলাইন ডেস্ক :

ব্রুনাই দারুসসালামে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমোনাকে গ্রিসে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই পদে বর্তমান রাষ্ট্রদূত আশুদ আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি।

মিসেস নাহিদা রহমান সুমনা একজন সিনিয়র ক্যারিয়ার ফরেন সার্ভিস অফিসার। তিনি বিগত দুই দশক ধরে বিভিন্ন কূটনৈতিক মিশনে দায়িত্ব পালন করে আসছেন। তার বর্তমান অবস্থানের আগে, মিসেস সুমনা পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় মহাপরিচালকের, কনস্যুলার অ্যান্ড ওয়েলফেয়ার উইং এবং আঞ্চলিক সংস্থা উইংয়ের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি ব্রাসিলিয়ার বাংলাদেশ দূতাবাসে চার্জ ডি’অ্যাফেয়ার্সের পাশাপাশি অটোয়াতে বাংলাদেশ হাইকমিশনে কাউন্সেলর/ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবেও কাজ করেছেন। কর্মজীবনের শুরুতে তিনি কলকাতা ও ক্যানবেরায় দায়িত্ব পালন করেন।

রাষ্ট্রদূত সুমনা অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি থেকে কূটনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যে স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ও অনার্স ডিগ্রি অর্জন করেছেন। তিনি জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে ট্রান্সবাউন্ডারি ওয়াটার ল-এ ফেলোশিপও পেয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *