নরসিংদীর পাঁচটি ইউনিয়ন ও পৌর শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নারীসহ ২০ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) গত ২৪ ঘণ্টায় এসব এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় নরসিংদী সদর উপজেলার করিমপুর, নজরপুর, হাজীপুর, চিনিশপুর, শিলমান্দী ইউনিয়ন ও পৌর শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানো হয়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলমের দিকনির্দেশনায় উপপরিদর্শক মোফাজ্জল হোসেন, অভিজিৎ চৌধুরী, প্রাণ কৃষ্ণ অধিকারী, সহকারী উপপরিদর্শক ইকবাল মিয়া, মাসুদ রানা ও দীপক কুমারসহ অন্যান্য অফিসার ও ফোর্সের সমন্বয়ে এ অভিযানে নারীসহ ২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম আরটিভি নিউজকে বলেন, নরসিংদীর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নারীসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ২০ জনকে বিধিমোতাবেক নরসিংদী আদালতে প্রেরণ করা হয়েছে।
সূত্র : আরটিভি অনলাইন