বিনোদন ডেস্ক:
নতুন বছরে প্রকাশিত হলো জনপ্রিয় কণ্ঠশিল্পী লায়লা’র গান ” পিরিত হইলো মনের ক্যান্সার “।
‘পিরিত হইলো মনের ক্যান্সার’ শিরোনামে গানটির প্রশংসা করে একটি ভিডিও বার্তাও প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে। গানটি জনপ্রিয়তা পাবে এমন আশাবাদ ব্যাক্ত করে শ্রোতাদের গানটি শোনার আমন্ত্রণ ও জানিয়েছেন।
চমৎকার কথায় গানটি লিখেছেন তরুন গীতিকবি মুনসুর সানী এবং সুর করেছেন শামরাম আহমেদ মিলন। মুন্সি জুয়েল এর সঙ্গীতে গানটি ‘ভয়েজ গার্ডেন’ এর ব্যানারে মুক্তি পেয়েছে ।
‘ভয়েজ গার্ডেন ‘ এর ইউটিউব চ্যানেল সহ অনলাইন প্লাটফর্ম এর প্রকাশিত হয়েছে।
গানটি সবার মনে দাগ কাটবে বলে আশাবাদী – শিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক।