অনলাইন ডেস্ক :
ইফতেখার আহমেদ নিপুঃ আসছে রাজিব শাহ এর নতুন গান “মাইয়া তোর রুপের কত ধার” গানের মিউজিক ভিডিও।গানটি কথা লিখেছেন সাদমান সৌমিক জ্যোতি।সুর করেছেন বিপাশা ইয়াসমিন।সংগীতায়োজন করেছেন মুনশি জুয়েল।গানটিতে দ্বৈতভাবে কন্ঠ দিয়েছেন রাজিব শাহ এবং বিপাশা ইয়াসমিন।
মিউজিক ভিডিও টি পরিচালনা করেছেন এম এ সোবাহান। মিউজিক ভিডিওটি’তে মডেল হিসেবে ছিলেন এই সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী রাজিব শাহ এবং বিপাশা ইয়াসমিন।ভিডিওটি জি.এম মাল্টিভিশন থেকে প্রকাশিত হয়েছে।
গানটি সম্পর্কে জানতে চাইলে রাজিব শাহ জানান, আমি বরাবর যে ধারার গান করতাম তার থেকে ভিন্ন ধরণের এর গান এটি। বর্তমান প্রজন্মের শ্রোতাদের কথা মাথায় রেখে গানটি করা।এই গানটিতে দর্শক শ্রোতারা একটা নতুন স্বাদ পাবে।আশা করি গানটি সবার ভালো লাগবে।
গানটি ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার আমার নিজস্ব ইউটিউব চ্যানেল “Rajib shah music club” এর ব্যানারে প্রকাশ পাবে।