ক্রিকেট ডেস্ক :
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। যার ফলে সিরিজ জয়ের জন্য আরো একধাপ এগিয়ে গেলো টাইগাররা। বাংলাদেশের দেওয়া ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৭ রান করে সফরকারীরা। তাই ৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে মাহামুদউল্লাহর দল। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটের বিনিময়ে ১৪১ রান করে বাংলাদেশ। চ্যালেঞ্জিং এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সফরকারী নিউজিল্যান্ড।