
অনলাইন ডেস্ক :
পর্ন সিনেমার এক অভিনেত্রীকে ঘুষ দেয়ার অভিযোগে এক মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর চরম প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালতের রায়কে ‘অন্যায্য’ অভিহিত করে এর জন্য প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসনকে দোষারোপ করেছেন তিনি। কয়েক সপ্তাহের শুনানির পর বৃহস্পতিবার (৩০ মে) তথ্য গোপনের উদ্দেশ্যে ব্যবসায়িক নথিপত্রে জালিয়াতি করার দায়ে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছে নিউইয়র্ক আদালতের ১১ সদস্যের জুরি বোর্ড। ট্রাম্প তার বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগেই দোষী সাব্যস্ত হয়েছেন। আগামী ১১ জুলাই এসব অভিযোগে তার সাজা ঘোষণা করা হবে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে ট্রাম্পের সর্বোচ্চ ৪ বছরের জেল হতে পারে। আইন বিশেজ্ঞরা বলছেন, কারাদণ্ড নয়, তাকে জরিমানা করার সম্ভাবনাই বেশি। নিউইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ার থেকে এক প্রতিক্রিয়ায় এই রায়ের জন্য বাইডেন ও তার সরকারকে দোষারোপ করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প। এই বিচারকে ‘খুবই অন্যায্য’ অভিহিত করে তিনি বলেন, ‘এটি বাইডেন ও তার লোকেরা করেছে।’