দেড় মাসে ১১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার

দেড় মাসে ১১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার

অনলাইন ডেস্ক :

চলতি ২০২১-২২ অর্থবছরের ১ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত দেড় মাসেরও কম সময়ে ব্যাংক ব্যবস্থা থেকে সরকার ১১ হাজার ১৩০ কোটি ৮৮ লাখ টাকা ঋণ নিয়েছে। এই ঋণের পুরোটাই নেওয়া হয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনের তথ্য বলছে, সরকার বাণিজ্যিক ব্যাংক থেকে ১১ হাজার কোটি টাকা নিলেও এই সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে কোনও ঋণ নেয়নি। উল্টো আগের নেওয়া ঋণের ২ হাজার ৫০৩ কোটি ৩২ লাখ টাকা পরিশোধ করেছে। প্রসঙ্গত, সঞ্চয়পত্র বিক্রি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় গত অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে খুব একটা ঋণ নিতে হয়নি সরকারকে। কিন্তু ২০২১-২২ অর্থবছরের শুরু থেকেই সরকার ব্যাংক থেকে ঋণ নিয়ে চলছে। জানা গেছে, করোনার টিকা কেনাসহ দৈনন্দিন খরচ মেটাতে বাড়তি ব্যয় হওয়ায় সরকারকে ব্যাংক থেকে ধার করে তা পূরণ করতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *