
অনলাইন ডেস্ক :
ত্যাগের মহিমায় সারা দেশে পালিত হচ্ছে মুসলিমদের দ্বিতীয় সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি করছেন।
সোমবার (১৭ জুন) সকালে সারাদেশে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসলিম উম্মাহ, দেশ ও জাতির সুখ সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ঈদের নামাজ আদায় শেষে পশু কোরবানি করা হয়। ঈদ ঘিরে দেশের বিভিন্ন গ্রামে শহরে মহল্লায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।